ভারতের পর এবার উত্তর আমেরিকার দর্শকদের সামনে আসছে জয়া আহসান অভিনীত প্রশংসিত চলচ্চিত্র ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবিটি আগামী ৮ আগস্ট মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের ১৬টিরও বেশি শহরের প্রেক্ষাগৃহে।
ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৮ জুলাই, আর মুক্তির পর থেকেই এটি দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।
মুক্তির নতুন খবরটি জয়া নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি জানান, "টালিগঞ্জ থেকে এ পর্যন্ত এতগুলো হলে একযোগে উত্তর আমেরিকায় কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম।"
ছবিটিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন ভারতের খ্যাতিমান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।
‘ডিয়ার মা’ ছবির গল্প, অভিনয় ও নির্মাণশৈলী ইতোমধ্যেই দর্শকমনে দাগ কেটেছে। এবার দেখা যাক, আন্তর্জাতিক মঞ্চে এই ছবি কতটা সাড়া ফেলে।