পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন আমির খানের ভাই ফয়সাল খান
বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়সাল খান তার পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই কঠিন সিদ্ধান্তের কথা জানান। ফয়সাল বলেছেন, ব্যক্তিগত আরোগ্য এবং নতুন জীবন শুরু করার জন্য এই পদক্ষেপটি তার কাছে খুবই জরুরি ছিল।
অভিযোগ ও ফয়সালের ঘোষণা
নিজের ইনস্টাগ্রাম পোস্টে ফয়সাল লেখেন, "ভারী মন কিন্তু নতুন সাহস নিয়ে জানাতে চাই, আমি পরিবার থেকে সব সম্পর্ক ছিন্ন করেছি। এটি জনসাধারণের জন্য ঘোষণাও বটে। কঠিন হলেও এই পদক্ষেপ আমাকে স্বাধীনতা, মর্যাদা ও আত্ম-আবিষ্কারের পথে এগিয়ে নেবে।"
এর আগেও ফয়সাল তার ভাই আমির ও পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাকে 'সিজোফ্রেনিক' বলে মানসিকভাবে অসুস্থ হিসেবে প্রচার করা হয়েছিল। এমনকি আমির নাকি তাকে নিজের মুম্বাইয়ের বাড়িতে এক বছরের বেশি সময় ধরে আটকে রেখেছিলেন।
ফয়সালের সাম্প্রতিক ঘোষণায় তিনি স্পষ্ট করে বলেছেন, "আজকের তারিখ থেকে আমি প্রয়াত বাবা তাহির হুসেন, মা জিনাত তাহির হুসেন কিংবা অন্য কোনো পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্কিত নই। তাদের কোনো সম্পত্তিতে আমার অধিকার থাকবে না, আবার তাদের সম্পত্তি থেকে কোনো দায়ও আমার ওপর বর্তাবে না।"
পরিবারের প্রতিক্রিয়া
ফয়সালের এই অভিযোগ ও ঘোষণার পর আমির খানের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। এক যৌথ বিবৃতিতে তারা জানায়, "ফয়সালের মায়ের (জিনাত), বোন নিখাত হেগড়ে ও ভাই আমিরের প্রতি তার আঘাতমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য আমাদের কষ্ট দিয়েছে। পরিবারের সব সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শে, ভালোবাসা ও সহানুভূতির জায়গা থেকে নেওয়া হয়েছে।"
বিবৃতিতে আরও বলা হয়, তারা ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ্যে আনতে চাননি, কিন্তু ফয়সালের মন্তব্যের কারণে তারা বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ফয়সাল খান ১৯৯৬ সালে বিক্রম ভাটের 'মাধোশ' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তবে তিনি আলোচনায় আসেন ভাই আমিরের সঙ্গে ২০০০ সালে করা 'মেলা' সিনেমায় অভিনয় করে।