বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী শাহ আবদুল করিমের দুটি জনপ্রিয় গান অনুমতি ছাড়া বিজ্ঞাপনে ব্যবহার করার অভিযোগে গ্রামীণফোনের কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে তার পরিবার।
'রঙিলা বাড়ৈ' এবং 'কোন মিস্তরি নাও বানাইছে' গান দুটি ব্যবহার করে গ্রামীণফোন ২০১৬ ও ২০২২ সালে তাদের ফোরজি নেটওয়ার্কের প্রচারের জন্য বিজ্ঞাপন তৈরি করে। এ ঘটনায় শাহ আবদুল করিমের পুত্র শাহ নূরজালাল গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনি নোটিশে গ্রামীণফোনের কাছে বেশ কিছু দাবি জানানো হয়েছে:
অনুমতি ছাড়া ব্যবহৃত গান অবিলম্বে সব প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে।
শাহ আবদুল করিমকে লেখক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি টাকা (প্রতিটি গানের জন্য ১০ কোটি টাকা) দিতে হবে।
ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এই নোটিশের দাবিগুলো ৭ দিনের মধ্যে পূরণ না হলে, গ্রামীণফোনের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুমকিও দেওয়া হয়েছে।
'এই গানগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে, যার পূর্বে অনুমতি নেওয়া উচিত ছিল'
শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল বলেন, "আমরা গ্রামের সহজ-সরল মানুষ, আইন-কানুন অতটা বুঝি না। কিন্তু বাবার সব গান কপিরাইট করা আছে। বাণিজ্যিকভাবে যদি কেউ গান ব্যবহার করে, তাহলে আমাদের অনুমতি নেওয়া উচিত। সেখান থেকে যে আয় হয় তারও একটা অংশ আমাদের দেওয়া উচিত।"
আইনি নোটিশ প্রদানকারী ব্যারিস্টার রাজিন আহমেদ বলেন, "শাহ আবদুল করিমের গান শুধু সুর নয়, এগুলো আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে গান ব্যবহার করা কেবল অবৈধ নয়, বরং অসম্মানজনকও। আমরা তার উত্তরাধিকার রক্ষায় সব ধরনের আইনি পদক্ষেপ নেব।"