প্রায় এক বছর ধরে চলা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক। এক পডকাস্টে হাজির হয়ে তিনি এই গুঞ্জনকে 'মিথ্যা' ও 'বানানো' বলে অভিহিত করেন। অভিষেক বলেন, "ওরা যা খুশি লিখেছে সবটাই সম্পূর্ণ মিথ্যা, কোনো তথ্যের ভিত্তি নেই। বিদ্বেষপূর্ণ এবং ভুল। সে আমার সত্য জানে, আমি তার সত্য জানি। আমরা সুখী, সুস্থ পরিবারে ফিরি ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

অভিষেক বচ্চন জানান, তিনি মিডিয়াকে দেশের বিবেক মনে করলেও, যখন তাঁর পরিবারকে নিয়ে মিথ্যা ও বানানো বাজে কথা লেখা হয়, তখন তিনি বরদাশত করবেন না। তিনি বলেন, "আমাকে নিয়ে যা খুশি বলতে পারেন। কিন্তু আমার পরিবারকে নিয়ে বললে তার জবাব পেতে হবে। কোনো মিথ্যা, বানানো বাজে কথা আমি বরদাশত করব না।" তিনি আরও যোগ করেন, কোনো মিথ্যা বা ভুল তথ্য দেখলে তবেই তিনি সংশোধন করবেন, অন্যথায় সবকিছু ব্যাখ্যা করার কোনো বাধ্যবাধকতা তাঁর নেই।

মেয়ে আরাধ্যাকে নিয়ে অভিষেক বলেন, ঐশ্বরিয়া তাকে দারুণভাবে বড় করেছেন। ১৪ বছর বয়সী আরাধ্যা যথেষ্ট পরিণত এবং বাইরের এই আলোচনা তার জীবনে কোনো গুরুত্ব পায় না। অভিষেক জানান, আরাধ্যার নিজের ফোন নেই এবং সে তার মায়ের কাছ থেকে শিখেছে যে বাইরে যা লেখা হয়, সবকিছু সত্যি মনে করা যাবে না। তিনি আরও জানান, এত দিন মনে করা হতো ‘ঢাই অক্ষর প্রেম কি’র সেটে তাঁদের প্রথম দেখা হয়, কিন্তু বাস্তবে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল ববি দেওলের সঙ্গে এক ডিনারে।

অভিনেতার ভক্ত-অনুসারী সংখ্যা বিয়ের কারণে কমে যায় এই ধারণাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন অভিষেক। বিয়ের পর দৃষ্টিভঙ্গি বদলের বিষয়ে তিনি বলেন, "বিয়ে বদলে দেয়। আপনার লক্ষ্য বদলায়, গল্প বদলায়, কারণ বদলায় তাই সিদ্ধান্তও বদলায়। আমি এখন বাবা। পুরো পরিবারের প্রতি দায়িত্ববোধ কাজ করে তাই পছন্দ-অপছন্দও সেভাবেই সাজাই।"