জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও সংগীত পরিচালক আগুন মাছরাঙা টেলিভিশনের নতুন অনুষ্ঠান 'নাইনটিজ মিউজিক স্টোরি'-এর প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সংগীত জীবন, নতুন গান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
নব্বই দশকের স্মৃতিচারণ
'নাইনটিজ মিউজিক স্টোরি' অনুষ্ঠানে আগুন নব্বইয়ের দশকে তার সংগীত জীবনের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেছেন। তিনি বলেন, তার ব্যান্ড 'সাডেন'-এর সঙ্গে পথচলা, সংগীত জগতের গুণীজনদের সান্নিধ্য এবং নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানটি প্রয়াত অভিনেতা সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে প্রচারিত হওয়ায় তার সঙ্গে বন্ধুত্বের ও তার ছবিতে প্লেব্যাকের স্মৃতি নিয়েও তিনি কথা বলেছেন। এছাড়াও, বাবা খান আতাউর রহমান এবং আইয়ুব বাচ্চু ও হুমায়ূন আহমেদ-এর মতো কিংবদন্তিদের কথাও উঠে এসেছে এই আয়োজনে।
নতুন গান ও নিরীক্ষা
দীর্ঘদিন ধরে কোনো নতুন গান প্রকাশ না হওয়ার কারণ প্রসঙ্গে আগুন বলেন, "গান শুধু গাইলেই তো হবে না, শ্রোতাদেরও সেটি ভালো লাগতে হবে।" তিনি জানান, তিনি নতুন গানের ওপর কাজ করছেন এবং বর্তমান সময়ের শ্রোতাদের রুচি বোঝার চেষ্টা করছেন। বেশ কিছু গান তৈরি হলেও সেগুলো এখনো তার মনমতো হয়নি। তিনি মনে করেন, যখন গানগুলো শ্রোতাদের মনে দাগ কাটবে, তখনই সেগুলো প্রকাশ করবেন।
ব্যান্ড 'সাডেন'-এর পুরোনো কিছু গান নতুন করে রেকর্ড করার কথাও জানিয়েছেন তিনি। এর মধ্যে 'ঘুমিয়ে পড়', 'নিশিরাইতে', 'উত্তাল সমুদ্রের' এবং 'ভালোবাসি' গানগুলো নতুন সংগীতায়োজনে তৈরি করা হয়েছে।
বাবা ও ছেলের একসঙ্গে পথচলা
আগুনের ছেলে মিছিলও এখন সংগীতের সঙ্গে যুক্ত। বাবা-ছেলে একসঙ্গে অনেক অনুষ্ঠানে কাজ করছেন এবং ভবিষ্যতে একসঙ্গে অ্যালবাম বা গান তৈরি করারও পরিকল্পনা রয়েছে তাদের।
গানের পাশাপাশি তরুণ শিল্পীদের জন্যও সুর করছেন আগুন। তিনি বলেন, 'নতুনদের জন্য কিছু করা জরুরি। শিল্পী পূর্ণতার কণ্ঠে একটি নজরুল সংগীত রেকর্ড করিয়ে আমি মুগ্ধ হয়েছি। আমি চাইছি তার মতো আরও কিছু তরুণ শিল্পীর গান শ্রোতাদের কাছে তুলে ধরতে, কারণ তারাই আগামীর সংগীত জগতের হাল ধরবে।'
অভিনয় থেকে আপাতত দূরে আছেন জানিয়ে আগুন বলেন, গানের ব্যস্ততা কমলে তবেই অভিনয় নিয়ে আলাদা করে ভাববেন।