ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল তাঁর পোশাক শিল্প বা গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের মন্দার কবলে পড়েছেন। সাভারে অবস্থিত তাঁর ফ্যাক্টরিতে একসময় যেখানে ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে ৪ হাজারে দাঁড়িয়েছে। ব্যবসার এই সংকটময় পরিস্থিতি সামাল দিতে তিনি আপাতত অভিনয় ও প্রযোজনা থেকে সম্পূর্ণ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ বর্তমানে তাঁর পুরো মনোযোগ ব্যবসায়িক ধস কাটিয়ে ওঠার দিকে।

অনন্ত জলিল জানান যে তিনি মূলত একজন ব্যবসায়িক মানসিকতার মানুষ এবং সিনেমা করাটা তাঁর কাছে কেবলই একটি শখ ছিল, পেশা নয়। তিনি শুটিংয়ের ফাঁকেও নিয়মিত ব্যবসার খোঁজখবর রাখতেন, তাই বর্তমানের এই নাজুক অবস্থায় সিনেমা নিয়ে পড়ে থাকাকে তিনি বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন না। তাঁর স্পষ্ট কথা হলো, যখনই তিনি সিনেমায় ফিরবেন, স্ত্রী বর্ষাকে সাথে নিয়েই ফিরবেন; কারণ তাঁরা সবসময় জুটি হিসেবে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’-এর মতো বড় বাজেটের ছবিগুলোর কাজ মাঝপথে ঝুলে আছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমার মহরত হলেও শুটিং শুরু করা সম্ভব হয়নি। এই প্রজেক্টগুলোর ভবিষ্যৎ সম্পর্কে তিনি জানিয়েছেন যে, ব্যবসার পরিস্থিতি পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন না এবং সময় অনুকূলে না এলে এই কাজগুলো আর শেষ নাও হতে পারে।