অন্তঃসত্ত্বা অঙ্কিতা লোখান্ডে? সন্তানধারণ নিয়ে প্রশ্ন শুনেই কেন মেজাজ হারালেন অভিনেত্রী?

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে মেজাজ হারিয়েছেন। গণেশচতুর্থী উদযাপনের সময় গণমাধ্যম থেকে যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখনই তিনি বিরক্তি প্রকাশ করেন।

'এই প্রশ্নগুলো একঘেয়ে লাগে'

কিছুদিন আগে অঙ্কিতা একটি অনুষ্ঠানে রসিকতা করে নিজেই অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি সত্যি বলছি, এই প্রশ্নটা এখন খুব একঘেয়ে লাগে। আমাকে এই সব জিজ্ঞেস করবেন না। যে দিন হবে, আমি নিজেই বলে দেব। এবার থেকে এই অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নগুলো আমি গ্রহণই করব না।"

তিনি আরও বলেন, এই ধরনের প্রশ্নগুলো খুব বাড়াবাড়ি মনে হয় এবং এগুলো শুনলে মা-বাবা হওয়ার চাপ অনেক বেড়ে যায়।