একতা কাপুর আবার ফিরিয়ে আনছেন তাঁর বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক "কিউঁকি সাস ভি কভি বহু থি"– এবার এক নতুন রূপে। কিন্তু এই প্রত্যাবর্তনের মধ্যেই গুঞ্জন উঠেছে যে অনুপমা ধারাবাহিকের সঙ্গে এই নতুন শো-এর একটা টানাপোড়েন তৈরি হয়েছে। তবে একতা স্পষ্ট জানিয়ে দিলেন—এই ধরনের তুলনার কোনো মানে নেই।
সম্প্রতি Brut-এর এক সাক্ষাৎকারে একতা এই গুজব নিয়ে কথা বলেন এবং বলেন, এই তুলনা একেবারেই ভিত্তিহীন।
একতা কী বললেন?
যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, আগের তুলনায় আজকের দিনে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে মহিলারা একে অপরকে বেশি সমর্থন করেন কি না, তখন একতা বলেন:
“কাল আমি কিছু ভিডিও দেখছিলাম যেখানে বলা হচ্ছে অনুপমা শো-র সমস্যা হচ্ছে কারণ কিউঁকি আবার আসছে। আমার খুব খারাপ লেগেছে। রুপালি (গাঙ্গুলী) নিজেই এক বিশাল তারকা। অনুপমা আর তার নির্মাতা রাজন শাহি গত সাত বছরে যা করেছেন, তা কেউ করতে পারেনি। ওরা নম্বর ১-এ ছিল, ওরাই থাকুক।”
‘এই ধরনের তুলনা একদমই অপ্রয়োজনীয়’
একতা আরও বলেন:
“আমরা আমাদের গল্প বলার জন্যই কিউঁকি ফিরিয়ে আনছি। এই ধরনের তুলনা – নায়িকা বনাম নায়িকা, শো বনাম শো – একেবারেই অপ্রয়োজনীয়। এতে শুধু নারীদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়, যেটা ঠিক নয়।”
দুই শো-এর সংক্ষিপ্ত পরিচয়
অনুপমা বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। রাজন শাহি নির্মিত এই শো-তে রুপালি গাঙ্গুলী অভিনয়ে ফিরেছেন এবং এখানে মা-মেয়ের সম্পর্ক, দাম্পত্য জটিলতা ও পরিণত সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, কিউঁকি সাস ভি কভি বহু থি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক মাইলফলক। একতা কাপুরের প্রোডাকশন হাউস বালাজি টেলিফিল্মস-এর নির্মিত এই শো ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল এবং ১,৮০০-রও বেশি পর্বে দর্শকদের মন জয় করেছিল।
এই শো-এর নতুন সংস্করণ সম্প্রচারিত হবে ২৯ জুলাই রাত ১০:৩০টা থেকে, স্টার প্লাস ও জিওহটস্টারে।