বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন, যিনি 'মুকুটহীন সম্রাট' হিসেবে পরিচিত, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) চলে যাওয়ার এক যুগ পূর্ণ হলো। ২০১৩ সালের এই দিনে তিনি পৃথিবীকে বিদায় জানান। দীর্ঘ ৫২ বছরের অভিনয় জীবনে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন।

‘নবাব সিরাজউদ্দৌল্লাহ’ থেকে ‘মুকুটহীন সম্রাট’

১৯৫৮ সালে 'তোমার আমার' চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তবে 'নবাব সিরাজউদ্দৌল্লাহ' সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে তিনি 'বাংলার সম্রাট' উপাধি পান। 'আমেনার মা' বলে বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাকের দৃশ্যে তার অভিনয় বিশেষভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'নবাব সিরাজউদ্দৌল্লাহ', 'নাগর দোলা', 'জীবন থেকে নেয়া', 'লাঠিয়াল', 'গোলাপী এখন ট্রেনে' এবং 'ভাত দে'। নায়ক হিসেবে তার শেষ সিনেমা ছিল 'সূর্য সংগ্রাম'

সম্মাননা ও স্বীকৃতি

আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। তার বাবার নাম নজির হোসেন ও মায়ের নাম সাঈদা খাতুন। তিনি ছিলেন তার বাবা-মায়ের তৃতীয় সন্তান।

১৯৭৫ সালে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'লাঠিয়াল' চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি এই পুরস্কার লাভ করেন।