সাময়িক বিরতি কাটিয়ে নতুন উদ্যমে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আসন্ন সিনেমাগুলোর চরিত্রের প্রয়োজনে নিজের ওজন কমিয়ে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন তিনি। তাঁর এই পরিবর্তন এরই মধ্যে দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। অভিনয়ে নিয়মিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় রয়েছেন এবং নিয়মিত নিজের আপডেট ভক্তদের সাথে শেয়ার করছেন।
মঙ্গলবার রাতে হঠাৎ করেই নিজের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দিয়ে আলোচনায় আসেন এই নায়িকা। তিনি লেখেন, ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে ফিতা কাটা নায়িকা! সাথে একটি হাসির ইমোজি যুক্ত করে বিষয়টি নিয়ে এক ধরণের কৌতুক বা কটাক্ষের আভাস দিয়েছেন তিনি। তাঁর এই মন্তব্যটি ভক্ত ও সাধারণ নেটিজেনদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানা গুঞ্জনের জন্ম দেয়।
অপুর এই রহস্যময় স্টোরিটি কার উদ্দেশ্যে দেওয়া, তা নিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অনেকে ধারণা করছেন, এটি হয়তো চিত্রনায়িকা শবনম বুবলীকে লক্ষ্য করে বলা হয়েছে। কারণ সেই রাতেই বুবলী বনানীতে একটি অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করছিলেন। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অপুর এই মন্তব্যকে বুবলীর প্রতি এক ধরণের পরোক্ষ খোঁচা হিসেবেই দেখছেন।