বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন আরিফিন শুভ। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ তাদের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র ঘোষণা দিয়েছে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকার এই জনপ্রিয় চিত্রনায়ক। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সিরিজটির টিজার প্রকাশের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সিরিজটিতে আরিফিন শুভকে দেখা যাবে ‘জিমি রয়’ চরিত্রে। টিজারে তাঁর একাধিক লুক নজর কেড়েছে কখনও ধূসর স্যুটে মার্জিত ভঙ্গিতে, আবার কখনও সাদা স্যুটে নাচের মুদ্রায়। সত্তর দশকের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে শুভর রেট্রো স্টাইল ও ব্যক্তিত্ব গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ফুটে উঠেছে। এই কাজের অভিজ্ঞতা নিয়ে শুভ জানান, ‘জ্যাজ সিটি’ একটি বহুমাত্রিক গল্প যেখানে সঙ্গীত ও সংলাপের এক অনন্য সমন্বয় রয়েছে।
নিজের প্রথম বলিউড প্রজেক্টে আরিফিন শুভ মোট চারটি ভাষায় বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি অভিনয় করেছেন। সিরিজটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত। সেই সময়ের ইতিহাস ও মানুষের জীবনের টানাপোড়েনকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই গল্পে।
সিরিজটি পরিচালনা করেছেন ‘জুবিলি’ খ্যাত নির্মাতা সৌমিক সেন। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। সনি লিভের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় সিরিজটি মুক্তি পাবে। দীর্ঘ দিন পর বলিউডের কোনো বড় প্রজেক্টে প্রধান চরিত্রে একজন বাংলাদেশি অভিনেতার এই উপস্থিতি দেশীয় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।