বলিউড ও দক্ষিণী সিনেমার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘বাহুবলি’ এবার ফিরছে নতুন মহাকাব্যিক রূপে। মঙ্গলবার (২৬ আগস্ট) বহুল প্রতীক্ষিত ‘বাহুবলি: দ্য এপিক’-এর ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। প্রায় এক দশক পর আবারও এই কিংবদন্তি চরিত্রে ফিরছেন অভিনেতা প্রভাস।

নির্মাতা এস এস রাজামৌলির এই নতুন ছবিটি পূর্বের দুই কিস্তির মতোই ভিজ্যুয়াল এফেক্টস ও মহাকাব্যিক গল্পের মিশেলে তৈরি হয়েছে। তবে এই সিনেমার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর দৈর্ঘ্য। এটি হবে ৫ ঘণ্টা ২৭ মিনিটের এক অবিচ্ছিন্ন কাহিনি, যা সাধারণত ২-৩ ঘণ্টার সিনেমার তুলনায় অনেক দীর্ঘ। এই মহাপরিকল্পনা দর্শকদের ধৈর্য, মনোযোগ এবং আবেগের ওপর এক নতুন পরীক্ষা নেবে।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলি: দ্য বিগিনিং’ বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকা এবং ২০১৭ সালের ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ১ হাজার ৭৮৮ কোটি টাকার ব্যবসা করে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছিল। তাই তৃতীয় পর্ব ‘বাহুবলি: দ্য এপিক’ ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

শোনা যাচ্ছে, ছবিটি ২০২৫ সালের ৩১ অক্টোবর মুক্তি পাবে। এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে অপেক্ষা আরও বেড়ে গেছে।