বলিউড সুপারস্টার শাহরুখ খানের পর এবার আইনি জটিলতায় পড়েছেন তার মেয়ে সুহানা খান। সম্প্রতি মুম্বাইয়ের আলীগড়ে কৃষকদের কোটাভুক্ত জমি কিনে বিপাকে পড়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুহানা খান ১২ কোটিরও বেশি মূল্যে একটি জমি কিনেছেন, যা মূলত কৃষকদের কৃষিকাজের জন্য প্রশাসন থেকে বরাদ্দ করা হয়েছিল। জানা গেছে, সুহানা এই জমিটি অঞ্জলি, রেখা এবং প্রিয়া নামের তিন বোনের কাছ থেকে কিনেছেন, যারা উত্তরাধিকার সূত্রে তাদের বাবা-মায়ের থেকে এই জমির মালিকানা পেয়েছিলেন।
জমির রেজিস্ট্রেশন করার সময় নথিপত্রে সুহানাকে 'কৃষক' হিসেবে দেখানো হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই জমির মালিকানা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ শিগগিরই তদন্ত রিপোর্ট পেশ করবে বলে জানা গেছে।
তবে, এই বিষয়ে সুহানা বা শাহরুখ খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।