ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারের ২৫ বছর বা সিলভার জুবিলি উদযাপন উপলক্ষে নতুন করে তার লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি এটিকে তার ক্যারিয়ারের 'দ্বিতীয় ইনিংস' বলে অভিহিত করছেন। রোববার সামাজিক মাধ্যমে একটি অ্যাওয়ার্ড হাতে ছবি পোস্ট করে তিনি বাংলা সিনেমাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
সিলভার জুবিলি এবং আগামীর লক্ষ্য
ক্যারিয়ারের রজতজয়ন্তী উপলক্ষে তিনি লিখেছেন, "সিনেমা ক্যারিয়ারে আমার সিলভার জুবিলি, সময়টা শুধু একটি মাইলফলক নয়, বরং আগামীর দিনে আরও কঠোর পরিশ্রম করে আরও ভালো গল্প উপহার দেওয়ার অনুপ্রেরণা।"
রোববার রাতে একটি আবেগঘন বার্তায় শাকিব খান বলেন, "বাংলা সিনেমাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়াই হবে আগামী দিনের লক্ষ্য।" তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের অন্তহীন ভালোবাসা ও সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না।
নতুন ছবির ইঙ্গিত
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "এখানেই তোমাদের সবার নতুন স্বপ্ন, নতুন যাত্রা আর অফুরন্ত ভালোবাসা।" এই পোস্ট দেখে ভক্তরা ধারণা করছেন, তিনি তার আসন্ন দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর সিনেমা ‘সোলজার’-এর সুখবর দিয়েছেন।
উল্লেখ্য, শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘তাণ্ডব’ চলতি বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল। তার আপকামিং সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ এবং ‘সোলজার’।