বাপ্পা মজুমদারের গিটারে ফিরে এলো আইয়ুব বাচ্চুর সুর

শনিবার (১৬ আগস্ট) ছিল বাংলা রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মদিন। এই বিশেষ দিনে তার নামে গঠিত 'আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন' একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। তবে সেখানে সরাসরি উপস্থিত না থেকেও গিটারের সুরের মাধ্যমে প্রিয় এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

বাপ্পা মজুমদার তার অ্যাকুস্টিক গিটারে আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান ‘সেই তুমি কেন এত অচেনা হলে’-এর সুর তুলেছেন। তিনি গতকাল তার ফেসবুক পেজে গিটার কাভারটি প্রকাশ করলে তা সাধারণ ভক্তদের পাশাপাশি সংগীতজগতের মানুষজনের কাছেও বেশ প্রশংসিত হয়।

২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পর বাপ্পা মজুমদার তাকে শ্রদ্ধা জানিয়ে 'ফেরারি এ মনটা আমার' গানটি গিটারে কাভার করেছিলেন। সাত বছর পর আবারও তিনি গিটারের সুরের মাধ্যমে এবি-কে (আইয়ুব বাচ্চু) তার ভালোবাসা জানালেন।

সাম্প্রতিক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা

সম্প্রতি বাপ্পা মজুমদারের নতুন গানচিত্র ‘মেঘের মলাট’ প্রকাশ হয়েছে। গালিব সর্দারের কথায় এই গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা নিজেই। এটি তার সর্বশেষ অ্যালবাম ‘ভার্টিক্যাল হরাইজন’-এর একটি গান। মো. ইমতিয়াজের তৈরি এই গানচিত্রের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো হয়েছে।

এছাড়াও, আগামী মাসে বাপ্পা মজুমদার তার ব্যান্ড 'দলছুট'-কে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেখানে তারা দেশটির বিভিন্ন শহরে মোট ১১টি শো করবেন।