আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে অনিলাভ চ্যাটার্জির নতুন ছবি ‘বেলা’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি বেলা দে নামের এক সংগ্রামী নারীর ভূমিকায় দর্শকের সামনে আসবেন। ছবির গল্পপট নায়িকার জীবনের বাস্তব লড়াইয়ের সঙ্গে কংক্রিট মিল রেখেছে, এমনটাই জানিয়েছেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা জানিয়েছেন, বেলার মতোই তিনি নিজের জীবনে অনেক সামাজিক বাধা অতিক্রম করতে হয়েছে। নায়িকা বলেন, “আমার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। সেখানে পরিবারের কেউ চাইতেন না আমি অভিনেত্রী হই। প্রযোজকেরা ফোন করতেন, কিন্তু বাবা ফোন তুলেই বলতেন, ‘না, আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায়। এখানে আর ফোন করবেন না’। উনি চাইতেন আমি আইএএস বা আইএফএস অফিসার হই।”

এদিকে, ঋতুপর্ণার মা অনেকাংশে তার পাশে ছিলেন। বেলার মতোই মায়ের সমর্থন ছিল নায়িকার জন্য অনুপ্রেরণা। তবে শুটিং চলাকালীন ঋতুপর্ণার মা অসুস্থ হয়ে পড়ায় তাকে শুটিং এবং হাসপাতালের মধ্যে ছুটোছুটি করতে হয়।

ঋতুপর্ণার এই বাস্তব সংগ্রামের গল্প ছবিতে ফুটে উঠেছে বেলার চরিত্রের মাধ্যমে, যা দর্শককে আরও গভীরভাবে প্রভাবিত করবে।