বলিউডে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, ৩৭ বছরের দাম্পত্য জীবনের পর তারা বিচ্ছেদ করছেন। কিছু সংবাদে বলা হয়, গোবিন্দের পরকীয়া অভিযোগের কারণে সুনীতা প্রায় ৯ মাস আগে আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন।

এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন দম্পতির কন্যা টিনা আহুজা। ভারতীয় মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, “এসবই গুজব। আমি এসব গুজব নিয়ে মনোযোগ দিই না।”

পরিবারকে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে টিনা যোগ করেন, “আমার এমন সুন্দর একটি পরিবার রয়েছে, তা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। মিডিয়া, ভক্ত ও প্রিয়জনদের কাছ থেকে যে ভালোবাসা, উদ্বেগ ও সমর্থন পাচ্ছি, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”

কয়েক মাস আগে গোবিন্দ-সুনীতা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সুনীতা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, “আমাদের পক্ষ থেকে সরাসরি কিছু না শুনলে, এসব বিশ্বাস করবেন না।”

এর আগে গোবিন্দের আইনজীবী জানিয়েছিলেন, সুনীতা ছয় মাস আগে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। খবরটি সামনে আসার পরই গুঞ্জন শুরু হয়। তবে পরবর্তীতে দম্পতি নিজেদের সমস্যা সমাধান করেছেন।

গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—টিনা ও যশবর্ধন। ইতিমধ্যে টিনা বলিউডে পা রেখেছেন এবং ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’-এ তাকে দেখা গেছে।