চলচ্চিত্রের কাজ না থাকায় হতাশাগ্রস্ত চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অবশেষে দেশ ছেড়েছেন। দীর্ঘ দিন ধরেই তিনি কোনো নতুন সিনেমার কাজ পাচ্ছিলেন না। বিশেষ করে তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'শত্রু' বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর থেকে অনেক প্রযোজক ও পরিচালক তার সঙ্গে কাজ করতে আগ্রহ দেখাচ্ছিলেন না।

জানা গেছে, বাপ্পী চৌধুরী এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। সেখানে তিনি নতুন কোনো পেশায় যুক্ত হবেন। আজ (২২ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বাপ্পী নিজেই তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তার অভিনীত বেশ কিছু সিনেমার কাজ দীর্ঘদিন ধরে থমকে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আশরাফ শিশিরের '৫৭০' এবং সাফি উদ্দিন সাফির 'সিক্রেট এজেন্ট'। এই সিনেমাগুলোর শুটিং শেষ হলেও এখন পর্যন্ত মুক্তির কোনো খবর নেই।

বাপ্পী চৌধুরীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, তিনি আর দেশে ফিরবেন না। জীবন-জীবিকার সন্ধানেই তিনি দেশ ছেড়েছেন।