বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সংশোধনাগারের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে পাঁচ বছর সংশোধনাগারে কাটাতে হয়েছিল।
খুনের আসামির হাতে রেজার
সঞ্জয় দত্ত জানান, সংশোধনাগারে থাকার সময় গোঁফ-দাড়ি কামানোর জন্য মিশ্র নামে এক কয়েদি তার কাছে আসেন। কথা প্রসঙ্গে সঞ্জয় জানতে পারেন যে, মিশ্র ১৫ বছর ধরে দুটি খুনের দায়ে বন্দি।
সেই মুহূর্তের কথা স্মরণ করে সঞ্জয় বলেন, "দাড়ি কাটার সময়ে ওর হাতের রেজার যখন আমার গলার কাছে, আমি জানতে চাই ও কী করেছে। তখন ও-ই বলে দুটো খুনের জন্য বন্দি ও। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। ভাবা যায়, দুটো খুনের আসামি রেজার হাতে আমার দাড়ি কাটছে।" তিনি বলেন, এটাই ছিল সংশোধনাগারের জীবন।
জীবনের সবচেয়ে বড় আক্ষেপ
জীবনের কোনো কিছু নিয়ে আক্ষেপ না থাকলেও, সঞ্জয় দত্তের একটি বড় দুঃখ হলো তার মা-বাবাকে অল্প বয়সে হারানো। তার মা নার্গিস ১৯৮১ সালে এবং বাবা সুনীল দত্ত ২০০৫ সালে মারা যান।
উল্লেখ্য, সঞ্জয় দত্ত অভিনীত 'বাগী ৪' সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এই ছবিতে আরও অভিনয় করেছেন টাইগার শ্রফ, হরনাজ সান্ধু এবং সোনম বাজওয়া।