- ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল স্পাই থ্রিলার ‘War 2’; বাজেট ৪০০ কোটি টাকা, এনটিআর জুনিয়রের পারিশ্রমিক ৭০ কোটি, হৃতিক পাচ্ছেন ৫০ কোটি টাকার সঙ্গে লাভের ভাগ
বিনোদন ডেস্ক:
ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটের স্পাই থ্রিলার হিসেবে নতুন রেকর্ড গড়তে চলেছে YRF Spy Universe-এর পরবর্তী ছবি ‘War 2’। হৃতিক রোশন এবং দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রের যুগলবন্দি নিয়ে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি প্রকাশিত ছবির ট্রেলার দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এর চিত্রনাট্য, ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স ও অ্যাকশন দৃশ্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বলিউড হাঙ্গামা-র এক বাণিজ্য সূত্র নিশ্চিত করেছে, ‘War 2’-এর নির্মাণ বাজেট ৪০০ কোটি টাকা, যা এর আগের স্পাই ইউনিভার্স মুভি ‘টাইগার ৩’ (৩৫০ কোটি টাকা) এবং ‘পাঠান’ (৩২৫ কোটি টাকা)-কে ছাড়িয়ে গেছে। উল্লেখযোগ্যভাবে, এই বাজেটে মার্কেটিং ও প্রমোশনের খরচ ধরা হয়নি; সেগুলোর জন্য আলাদা বাজেট নির্ধারিত রয়েছে।
এই ব্যয়বহুল ছবির বড় একটি অংশ ব্যয় হয়েছে অভিনেতাদের পারিশ্রমিকে। সূত্র অনুযায়ী:
-
এনটিআর জুনিয়র পেয়েছেন ৭০ কোটি টাকা,
-
হৃতিক রোশন পেয়েছেন ৫০ কোটি টাকা আগাম পারিশ্রমিক, পাশাপাশি রয়েছেন প্রফিট শেয়ারিং-এর চুক্তিতে,
-
কিয়ারা আদভানি নিয়েছেন ১৫ কোটি টাকা,
-
অনিল কাপুর পেয়েছেন ১০ কোটি টাকা পারিশ্রমিক।
শুধু এই চারজন অভিনেতার পারিশ্রমিকই মিলিয়ে দাঁড়ায় ১৫০ কোটি টাকা।
চলচ্চিত্রটির পরিচালক অয়ন মুখার্জি পেয়েছেন ৩০ কোটি টাকার সম্মানী।
‘War 2’ নির্মাণে বাকি ২২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বিশাল ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, অ্যাকশন কোরিওগ্রাফি এবং আন্তর্জাতিক মানের প্রোডাকশন ডিজাইনের পেছনে। ছবিতে রয়েছে ছয়টি আলাদা স্টাইলে নির্মিত অ্যাকশন সিকোয়েন্স, যা বিশ্বমানের টেকনোলজি ও স্পেশাল ইফেক্টসের মাধ্যমে নির্মিত।
‘War 2’ মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এই সিনেমাটি YRF Spy Universe-এর ষষ্ঠ কিস্তি, যা শুরু হয়েছিল ২০১২ সালে ‘Ek Tha Tiger’ ছবির মাধ্যমে। এরপর ‘Tiger Zinda Hai’, ‘War’, ‘Pathaan’, এবং ‘Tiger 3’—সবগুলো সিনেমাই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে।
এই ছবির মূল আকর্ষণ হৃতিক রোশন-এর জনপ্রিয় চরিত্র "কবীর" এবং এনটিআর জুনিয়রের শক্তিশালী নতুন চরিত্রের মুখোমুখি সংঘর্ষ। বলিউড ও দক্ষিণী সিনেমার দুই সুপারস্টারকে এক ফ্রেমে দেখা যাবে, যা ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে নিঃসন্দেহে এক বিরল অভিজ্ঞতা হতে চলেছে।
সবমিলিয়ে, ‘War 2’ শুধু আরেকটি স্পাই থ্রিলার নয়, এটি এক নতুন বিনোদন যুগের সূচনা। বিশাল বাজেট, তারকাখচিত কাস্ট, আন্তর্জাতিক মানের নির্মাণ ও অপ্রতিদ্বন্দ্বী অ্যাকশন—সবকিছু মিলিয়ে এটি হতে চলেছে ভারতের অন্যতম বড় সিনেম্যাটিক ইভেন্ট। এখন শুধু অপেক্ষা, ১৪ আগস্টে পর্দায় এই ভিজ্যুয়াল ব্লকবাস্টার কেমন ম্যাজিক সৃষ্টি করে।