আবারও মা হলেন জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। জানা গেছে, এদিন ভারতীর ‘লাফটার শেফস ৩’এর শুটিংয়ে যাওয়ার কথা থাকলেও হঠাৎ শারীরিক অস্বস্তি ও জরুরি অবস্থার কারণে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তিনি সন্তান প্রসব করেন।
ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়া ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাঁদের প্রথম পুত্র লক্ষ্য (গোল্লা)-র জন্ম হয়। বড় ছেলের তিন বছর পর তাদের পরিবারে নতুন এই সদস্যের আগমন ঘটল। ভারতী এর আগে মজা করে বলেছিলেন যে, কন্যাসন্তান না হওয়া পর্যন্ত তিনি মা হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।
গত অক্টোবর মাসে ভারতী দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি ভক্তদের জানান। বর্তমানে তিনি ‘লাফটার শেফস ৩’ রিয়ালিটি শো-তে সঞ্চালকের দায়িত্ব পালন করছেন। এই অনুষ্ঠানে কৃষ্ণা অভিষেক, তেজস্বী প্রকাশ এবং জান্নাত জুবায়েরের মতো জনপ্রিয় তারকারা অংশ নিচ্ছেন। ভারতীর মা হওয়ার সংবাদে তাঁর সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।