ভক্তের রেখে যাওয়া ১০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত!
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জীবনে চমকে দেওয়ার মতো ঘটনার শেষ নেই। তবে ২০১৮ সালে ঘটে যাওয়া এক ঘটনা যেন সিনেমাকেও হার মানায়। সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই জানালেন, এক ভক্ত তাঁর নামে রেখে যাওয়া প্রায় ৭২ কোটি রুপির সম্পত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা) তিনি ফিরিয়ে দিয়েছেন সেই ভক্তের পরিবারকে।
মুম্বাইয়ের গৃহিণী নিশা পাটিল মৃত্যুর আগে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, সম্পূর্ণ সম্পত্তি যেন সঞ্জয় দত্তের নামে দেওয়া হয়। নিশা পাটিলের মৃত্যু হয় ২০১৮ সালে। তখন এই ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এক তারকার জন্য এমন আবেগঘন সম্পত্তি হস্তান্তর যেমন বিরল, তেমনি সঞ্জয় দত্তের এই উদারতা ও মানবিক সিদ্ধান্তের প্রশংসা হয় সর্বত্র।
সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, “আমি সম্পত্তিটা তাঁর পরিবারকে ফিরিয়ে দিয়েছি। এটা আমার কর্তব্য ছিল।”
১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সঞ্জয় দত্ত। এরপর ‘নাম’, ‘সাজন’, ‘খলনায়ক’, ‘বাস্তব’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে তার জীবন ছিল নানা চড়াই-উৎরাইয়ে ভরা। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী প্রমাণিত হয়ে পাঁচ বছর জেল খাটেন, যা শেষ হয় ২০১৬ সালে।
সম্প্রতি সঞ্জয় দত্তকে দেখা গেছে ‘ভূতনি’ ও ‘হাউসফুল ৫’ সিনেমায়। সামনে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা, যার মধ্যে রয়েছে ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘অখণ্ড ২’, যেখানে তিনি অভিনয় করছেন নন্দমুরি বালাকৃষ্ণার সঙ্গে। পাশাপাশি ৫ ডিসেম্বর মুক্তি পাবে আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। এই ছবিতে রয়েছেন রণবীর সিং, আর মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং সারা অর্জুন।
সঞ্জয় দত্তের এই মানবিক কাজ আবার প্রমাণ করল, তারকা মানেই শুধু ক্যামেরার ঝলক নয়—মানুষ হিসেবেও অনন্য কেউ কেউ।