কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে, তাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান 'মহানায়কের গান' সিজন-২। এই আয়োজনে বুলবুল আহমেদের অভিনীত ছবির জনপ্রিয় গানগুলো গাইবেন তাঁর বড় মেয়ে - তাহসিন ফারজানা তিলোত্তমা।

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই আয়োজনে তাহসিন ফারজানা তাঁর বাবার কালজয়ী গানগুলোকে নতুনভাবে তুলে ধরবেন। সত্তর ও আশির দশকে বুলবুল আহমেদ 'দেবদাস'-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

তাহসিনের এই উদ্যোগটি শুধুমাত্র তাঁর বাবার প্রতি শ্রদ্ধা জানানো নয়, বরং বাংলাদেশের সংগীতকে সমৃদ্ধ করা গুণী গীতিকার, সুরকার এবং শিল্পীদেরও স্মরণ করে। 'মহানায়কের গান' সিজন-২-এর প্রথম উপহার হিসেবে থাকছে 'সঙ্গিনী' সিনেমার জনপ্রিয় গান 'দুটি মন যখন কাছে এলো'। আয়োজকদের আশা, প্রথম সিজনের মতো এটিও দর্শকদের মন জয় করে নেবে।

এক নজরে বুলবুল আহমেদ

বুলবুল আহমেদ ১৯৩৯ সালের ৪ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল তাবাররুক আহমেদ। ১৯৬৮ সালে 'পূর্বাভাস' নাটকের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। ১৯৭৩ সালে 'ইয়ে করে বিয়ে' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

চার দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র হলো 'দুই নয়নের আলো'। অসামান্য অবদানের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।