ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান এবার কানাডার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। আগামী ২৯-৩১ আগস্ট কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনে তিনি প্রথমবারের মতো অংশগ্রহণ করবেন।
বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত জায়েদ খান এই মহোৎসবের শেষ দিন, অর্থাৎ ৩১ আগস্ট, মঞ্চে উঠবেন। তার সঙ্গে আরও অনেক জনপ্রিয় শিল্পী পারফর্ম করবেন।
অনুষ্ঠানটি নিয়ে জায়েদ খান বলেন, “ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটি খুবই মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠান। আমি সম্মানিত বোধ করছি যে, আমি এখানে পারফর্ম করতে পারব। আশা করি, অনুষ্ঠানটি খুব সফল হবে।”
বর্তমানে জায়েদ খান যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর একটি টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ সঞ্চালনা করছেন। এছাড়াও তার অভিনীত ‘বাহাদুরী’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। ২০২২ সালে নির্মাণ কাজ শেষ হলেও সিনেমাটির মুক্তি এখনো আটকে আছে।
ফোবানা সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।