বলিউডের জনপ্রিয় আইটেম গানগুলোয় নাচ দিয়ে দর্শকদের মন জয় করেছেন মৌনি রায়। এবার সেই সাফল্যের রেশ টেনে তিনি পা রাখলেন তেলেগু সিনেমায়—সরাসরি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে।
বিশ্বম্ভরা’ নামের একটি বড় বাজেটের ছবিতে চিরঞ্জীবীর সঙ্গে একটি গ্ল্যামারাস গানে দেখা যাবে মৌনিকে। গানটির কোরিওগ্রাফি করেছেন বিখ্যাত ড্যান্স ডিরেক্টর গণেশ আচার্য। এই গানের শুটিং হয়েছে মাত্র দু’দিন, আর এতেই মৌনি পেয়েছেন ৪৫ লাখ টাকার পারিশ্রমিক!
এই কাজকে ‘অভিজ্ঞতা ও সম্মানের মিশেল’ বলে উল্লেখ করেছেন মৌনি নিজেই। ইনস্টাগ্রামে চিরঞ্জীবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “চিরঞ্জীবী স্যারের আতিথেয়তা একেবারে মন ছুঁয়ে গেছে। আর তার হাতের বিরিয়ানি? এক কথায়, দারুণ!”
‘মম্মি জি’, ‘ডিস্কো বলমা’, ‘বৈঠে বৈঠে’র মতো হিট গানে আগেই নিজেকে প্রমাণ করেছেন মৌনি। তবে পারিশ্রমিকের দিক দিয়ে এখনও তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে। যেখানে পূজা হেগড়ে, শ্রিলীলা বা তামান্নার মতো তারকারা একটি গানের জন্য এক থেকে দেড় কোটি রুপি নেন, সেখানে মৌনি পেয়েছেন ৪৫ লাখ।
তবে টাকার হিসেব নয়, মৌনির নজর এখন অনেক বড় লক্ষ্যে—দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করা। আর ‘বিশ্বম্ভরা’ ছবির এই গানই হতে পারে তার সেই যাত্রার শুরু।