দীর্ঘ দুই দশক ধরে অভিনয় ও উপস্থাপনার সঙ্গে যুক্ত থাকা শাহরিয়ার নাজিম জয় এবার চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দিতে চান। তিনি ঘোষণা দিয়েছেন যে, এমন একটি সিনেমা বানাতে চান যা বিশ্বে তোলপাড় সৃষ্টি করবে।
শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জয় লিখেছেন, “যদি বেঁচে থাকি এমন একটা সিনেমা বানাব, যে সিনেমা বিশ্বে তোলপাড় লাগিয়ে দেবে। দেশে মুগ্ধতা ছড়িয়ে দেবে। ইনশাআল্লাহ।”
তিনি আরও লিখেছেন, “অবহেলা কইরেন না, আন্ডার এস্টিমেটও কইরেন না। আমি পারবই, আমাকে পারতে হবেই।”
উল্লেখ্য, অভিনেতা হিসেবে জয়ের অভিষেক হয় ২০০৬ সালে ‘জীবনের গল্প’ সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। এরপর তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেন। ২০১৫ সালে তিনি ‘প্রার্থনা’ নামের একটি সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।