অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি আবারও একটি নতুন সিনেমা থেকে বাদ পড়লেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমায় দীঘির পরিবর্তে এখন অভিনয় করবেন আরেক আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এই নিয়ে পরপর কয়েকটি ছবিতে দীঘির বাদ পড়ার ঘটনা নিয়ে শোবিজে চলছে আলোচনা।
দীঘিকে কেন বাদ দেওয়া হলো, সে বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে ছবির পরিচালক সাদেক সিদ্দিকী জানান, দীঘি চুক্তিবদ্ধ হলেও সময় দিতে পারছিলেন না, যে কারণে নিরুপমা চরিত্রে প্রভার সঙ্গে চুক্তি করা হয়েছে।
দীঘির এই বাদ পড়াকে অনেকে অপেশাদার আচরণ বললেও পরিচালক তা নাকচ করে দিয়েছেন। সাদেক সিদ্দিকী বলেন, “দীঘি আমার সঙ্গে কোনো অপেশাদার আচরণ করেননি। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।”
এর আগেও বেশ কয়েকটি ছবিতে দীঘি বাদ পড়েছিলেন বলে দাবি করা হয়। আলোচিত ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশোর বিপরীতে তার অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত তমা মির্জাকে নেওয়া হয়। এছাড়া, গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও দীঘির পরিবর্তে পূজা চেরিকে নেওয়া হয়েছিল।
সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমা চরিত্রে অভিনয় করছেন প্রভা। তার বিপরীতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মামনুন ইমন। এই জুটির রসায়ন দেখার জন্য এখন অপেক্ষা করছেন দর্শকরা।