বিজয় সালগাঁওকরের শেষ চাল! কবে মুক্তি পাচ্ছে ‘দৃশ্যম ৩’? বড় ঘোষণা অজয় দেবগনের
অপেক্ষার অবসান! ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সফল ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’ ফিরছে তার চূড়ান্ত পর্ব নিয়ে। অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’-এর মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতারা। আর তারিখটি বেছে নেওয়া হয়েছে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে- সেই ঐতিহাসিক ২ অক্টোবর!
২০২৬ সালের ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’। একটি টানটান প্রোমো ভিডিও শেয়ার করে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “দৃশ্যম ডে-তে দৃশ্যম ৩। গল্পের শেষ অংশটুকু এখনও বাকি আছে।” অর্থাৎ, বিজয় সালগাঁওকর এবং তার পরিবারের সেই রহস্যময় লড়াই এবার এক চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।
ভক্তদের জন্য এটি একই সাথে আনন্দের এবং বিষাদের খবর, কারণ নির্মাতারা নিশ্চিত করেছেন যে এটিই হতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ বা ফাইনাল পার্ট। আবারও সেই ২রা অক্টোবর, সেই পানাজি আর সেই রহস্য-দেখার বিষয় এবার পুলিশকে ফাঁকি দিতে বিজয় কোন নতুন চাল চালেন!