একান্ত আলাপচারিতায় ইমরান: কেন নিজেই গান লিখলেন, জানালেন কেয়া পায়েলের সঙ্গে রসায়নের কারণ

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের নতুন গান 'পারব না তোমাকে ছাড়তে' সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই গানটির বিশেষত্ব হলো, প্রথমবারের মতো এর কথা লিখেছেন ইমরান নিজেই। নতুন গান, ক্যারিয়ার এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সুদীপ কুমার দীপের সঙ্গে।

হঠাৎ করে গান লেখার কারণ

ইমরান জানান, গানটি তিনি 'বরবাদ' সিনেমার জন্য তৈরি করেছিলেন। পরিচালক তাকে ছবির গল্প বলার পর এক রাতে হঠাৎ তার মাথায় গানের সুর চলে আসে। সুরের সঙ্গে তাল মিলিয়ে তিনি নিজেই গানের কথা লিখে ফেলেন। পরিচালকের কাছে দ্রুত একটি ডেমো পাঠানোর প্রয়োজন হওয়ায় তিনি তার নিজের লেখা কথাগুলোই পাঠিয়ে দেন, এবং পরিচালক তা বেশ পছন্দও করেন।

যদিও শেষ পর্যন্ত 'বরবাদ' সিনেমায় 'পারব না তোমাকে ছাড়তে'-এর পরিবর্তে 'মায়াবী' গানটি ব্যবহৃত হয়, তবুও ইমরান গানটি নিয়ে কাজ চালিয়ে যান। তিনি এটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। শ্রোতারা গানটির ফিল্মিক ঘরানা এবং সুন্দর ভিডিওচিত্র বেশ পছন্দ করছেন বলে তিনি জানান।

কেয়া পায়েল এবং সৈকত রেজার সঙ্গে কাজ

ইমরানের গানচিত্রগুলোতে অভিনেত্রী কেয়া পায়েলকে প্রায়শই দেখা যায়। এই জুটি দর্শকদের কাছে খুব জনপ্রিয়। তিনি বলেন, “দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করে বলেই আমি তাকে নিয়েছি। 'এতো ভালোবাসি', 'পরাণ বন্ধুরে' এবং 'আলো' এই গানগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে। কেয়া কলিগ হিসেবেও দারুণ আন্তরিক, এবং গান প্রকাশের পর প্রচারণার কাজেও সাহায্য করে।”

'পারব না তোমাকে ছাড়তে'-এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা, যার সঙ্গে ইমরানের এটি ব্যাক-টু-ব্যাক কাজ। ইমরান জানান, সৈকত রেজা খুব বাজেটবান্ধব এবং তিনি যা চান, ঠিক সেটাই ফ্রেমে তুলে ধরেন। সাধারণ লোকেশনকেও অসাধারণ করে তোলার ক্ষমতা সৈকতের আছে, তাই তিনি তার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা

ইমরান জানান, অডিও প্ল্যাটফর্ম 'বিলিভ'-এর সঙ্গে এক বছরের জন্য তার চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, তিনি চলচ্চিত্র ও নাটকের গান করতে পারবেন, তবে তার নিজের প্রোডিউস করা গানগুলো শুধু বিলিভের সঙ্গে করতে হবে।

চলচ্চিত্রে অভিনয়ের প্রসঙ্গে ইমরান বলেন যে, নাটক বা সিনেমার নায়ক হওয়ার কোনো ইচ্ছা তার নেই। তবে যদি গান সম্পর্কিত কোনো ক্যামিও চরিত্র করার সুযোগ আসে, তবে তিনি ভেবে দেখতে পারেন।

চলচ্চিত্রের জন্য নতুন গান তৈরির ব্যাপারে তিনি জানান, এখন ঈদের ছয়-সাত মাস বাকি থাকায় কাজ সেভাবে শুরু হয়নি। তবে কয়েকটি চলচ্চিত্রের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও তিনি ইমন সাহার সুরে একটি চলচ্চিত্রের গান গেয়েছেন।

দেশের বাইরে কনসার্ট করার বিষয়ে তিনি বলেন, ২০২৬ সালে অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে তার ট্যুর চূড়ান্ত হয়েছে। বর্তমানে কয়েকটি দেশের আয়োজকদের সঙ্গেও কথা চলছে।