বাংলা সিনেমার সোনালি যুগের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ না ফেরার দেশে চলে গেছেন। বরেণ্য এই তারকার প্রয়াণে শোবিজ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন তাঁর প্রতি শ্রদ্ধা ও শোকবার্তায় পরিপূর্ণ হয়ে উঠেছে, যেখানে চলচ্চিত্র জগতের নবীন-প্রবীণ সকল শিল্পী তাঁদের প্রিয় জাভেদ ভাই-এর স্মৃতিচারণ করছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এই গুণী অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁকে একজন অভিভাবকতুল্য মানুষ হিসেবে অভিহিত করেছেন। শাকিব তাঁর বার্তায় উল্লেখ করেছেন যে, জাভেদ শুধু একজন শক্তিশালী অভিনেতা হিসেবেই নয়, বরং তাঁর অসাধারণ সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন। শাকিবের মতে, জাভেদের বিদায় চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও পর্দায় রেখে যাওয়া তাঁর অসংখ্য স্মৃতি তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।
রাজা মোহাম্মদ ইলিয়াস, যিনি দর্শকদের কাছে জাভেদ নামেই পরিচিত ছিলেন, তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে। তবে ১৯৬৬ সালে শাবানার বিপরীতে ‘পায়েল’ সিনেমাটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। নৃত্যপরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে নায়ক হিসেবে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ‘নিশান’ সিনেমাটি তাঁর অভিনয় জীবনের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়।