অভিনেতা ফজলুর রহমান বাবু মনে করেন, ভালো সিনেমা নির্মিত হচ্ছে বলেই বাংলাদেশের সিনেমা হলগুলোতে আবার দর্শক ফিরতে শুরু করেছে। তার অভিনীত নতুন সিনেমা ‘নন্দিনী’-এর মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘নন্দিনী’
ফজলুর রহমান বাবু বলেন, "একসময় আমাদের চলচ্চিত্র শিল্পে দর্শক খরা ছিল। কিন্তু সেই অবস্থা ধীরে ধীরে কেটে যাচ্ছে। প্রেক্ষাগৃহ কম হলেও এখন দর্শক হলে গিয়ে সিনেমা দেখছে, কারণ ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে।" তিনি আরও আশা প্রকাশ করেন, তাদের নতুন সিনেমাটিও দর্শকদের মন জয় করবে।
পরিচালক সোয়াইবুর রহমান জানান, আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'নন্দিনী'। পরিতোষ বাড়ৈর উপন্যাস 'নরক নন্দিনী' অবলম্বনে নির্মিত এই ছবিতে একজন সংগ্রামী নারীর গল্প তুলে ধরা হয়েছে, যে বারবার ভাগ্যের কাছে পরাজিত হয়েও হার মানে না।
সিনেমাটির নায়িকা নাজিরা মৌ বলেন, "গল্প শুনেই আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। এটি আমার কাছে স্বপ্নের মতো, এবং এত বছর পর সেই স্বপ্ন পূরণ হচ্ছে, যা আমার জন্য খুবই আনন্দের।"
ছবির গান এবং অন্যান্য শিল্পীরা
এই ছবিতে মোট পাঁচটি গান রয়েছে, যেগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা। ছবির প্রধান চরিত্রে ফজলুর রহমান বাবু, নাজিরা মৌ এবং কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনয় করেছেন। এছাড়াও, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়ার মতো তারকারাও রয়েছেন।