বলিউডের জনপ্রিয় নির্মাতা ফারাহ খান দীর্ঘ বিরতি শেষে আবারও পরিচালকের আসনে ফেরার জোরালো ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি অভিনেতা নাকুল মেহতার সাথে এক আড্ডায় তিনি জানান যে তাঁর পরবর্তী সিনেমা নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। ফারাহর ম্যায় হু না বা ওম শান্তি ওম-এর মতো পুরোনো ধাঁচের সিনেমাগুলো মিস করছেন বলে নাকুল জানালে ফারাহ বলেন যে তিনি শীঘ্রই নতুন কাজ শুরু করতে আগ্রহী।
ফারাহর ভাষ্যমতে, তাঁর সন্তানরা কলেজে ভর্তি হওয়ার পরেই তিনি পুরোদমে ক্যামেরার পেছনে দাঁড়াবেন। তিনি রসিকতা করে বলেন যে তাঁর সন্তানদের উচ্চশিক্ষার খরচ চালাতেই তাঁকে ইউটিউব ভ্লগিং চালিয়ে যেতে হবে। তবে সবকিছু ঠিক থাকলে এই বছরের শেষের দিকেই হয়তো নতুন বড় পর্দার প্রজেক্টের কাজ শুরু করার পরিকল্পনা আছে তাঁর।
ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক ছিল শাহরুখ খানকে নিয়ে তাঁর সরাসরি মন্তব্য। ফারাহ স্পষ্ট করে বলেছেন যে তিনি যদি কোনো সিনেমা বানান, তবে তা অবশ্যই শাহরুখ খানকে নিয়েই হবে। কিং খানকে ছাড়া ছবি বানানোর চেয়ে তিনি ইউটিউব ভ্লগিং করাকেই বেশি প্রাধান্য দেবেন। এই ঘোষণা শাহরুখ-ফারাহ জুটির ভক্তদের মনে আবারও পুরোনো সেই ম্যাজিক ফেরার স্বপ্ন দেখাচ্ছে।