দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ কোক স্টুডিও বাংলার মঞ্চে তার পুরোনো জনপ্রিয় গান ‘জাদু’-কে নতুন রূপে নিয়ে হাজির হয়েছেন। গানটি অন্তর্জাল বা অনলাইনে আসার পরপরই ব্যাপক সাড়া ফেলেছে এবং হাবিব ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই গানে হাবিবের সঙ্গে দুর্দান্ত কণ্ঠে ফিউশন করে শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তম

মেহরনিগরি রুস্তমের পরিচিতি

তাজিকিস্তানের একজন জনপ্রিয় গায়িকা হলেন মেহরনিগরি রুস্তম। তিনি ১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্মগ্রহণ করেন। সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী মাত্র ৫ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন এবং শৈশবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। তার ভাই সাফারমুহাম্মদ রুস্তমও একজন গায়ক।

মেহরনিগরি তার কৈশোরেই বেশ কিছু সফলতা অর্জন করেন। ২০০১ সালে তিনি প্রথম বড় মঞ্চে গান গেয়েছিলেন ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায়। দুই বছর পর ‘সানশাইন’ প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ জেতেন। এমনকি, ২০০৬ সালে সিআইএস (CIS) দেশগুলোর তরুণদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক আসরে তিনি দুটি স্বর্ণপদক লাভ করেন।

তিনি পড়াশোনাতেও সমান মনোযোগী ছিলেন। ২০১১ সালে দুশানবে ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক শেষ করেন এবং পরবর্তীতে তাজিক ন্যাশনাল কনজারভেটরি থেকে উচ্চশিক্ষা নেন। প্রায় এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘জাদুগার’, ‘নিগিন আনোর’, ‘গুল’, ‘আনার আনার’ এবং ‘দিলি জোর’। সংগীতের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার প্রচুর অনুসারী রয়েছে, যার সংখ্যা ইনস্টাগ্রামে দেড় মিলিয়নেরও বেশি। কোক স্টুডিও বাংলার মঞ্চে হাবিবের ‘জাদু’-তে তার ফিউশন তাকে বাংলাদেশের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।