আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’-এর নায়িকা কে হবেন, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। গুঞ্জন শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে তাঁর আগের দুই ছবির জনপ্রিয় নায়িকা, কলকাতার অভিনেত্রী ইধিকা পালকেই দেখা যাবে এই ছবিতে।
৯০-এর দশককে ঘিরে নির্মিতব্য অ্যাকশন, রোমান্স ও পারিবারিক গল্পের এই ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাস থেকে এর শুটিং শুরু হবে।
শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে প্রথমে নাজিফা তুষির নাম শোনা গেলেও, সূত্র বলছে, শেষ পর্যন্ত ইধিকাকেই চূড়ান্ত করা হচ্ছে। এই প্রসঙ্গে ইধিকা বলেন, "আমি তো বাংলাদেশের 'প্রিয়তমা'। তাঁরা আমার প্রথম ছবিতে যে ভালোবাসা দিয়েছেন, তা ভুলবার নয়। আমি সবসময়ই চাই বাংলাদেশের ছবিতে কাজ করতে। শাকিব খানের মতো একজন বড় মেগা স্টারের সঙ্গে কাজ করার সুযোগ পেলে ভালোই হবে।"
শাকিব-ইধিকা জুটির সাফল্য ২০২৩ সালে 'প্রিয়তমা' ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে ইধিকার অভিষেক হয়, যা ব্যাপক সফলতা পায়। এরপর চলতি বছরের রোজার ঈদে 'বরবাদ' ছবিতেও এই জুটি দর্শকপ্রিয়তা অর্জন করে। ঢাকার পাশাপাশি কলকাতাতেও ইধিকা নিয়মিত কাজ করছেন। সম্প্রতি দেবের সঙ্গে তাঁর 'খাদান' ছবিটিও দর্শকপ্রিয়তা পেয়েছে।
আগামী দুর্গাপূজায় ইধিকা আবার দেবের সঙ্গে 'রঘু ডাকাত' ছবিতে হাজির হবেন। এছাড়া সোহমের বিপরীতে তাঁর আরেকটি ছবি ‘বহুরূপ’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়েও ইধিকা বেশ খোলামেলা। তিনি জানিয়েছেন, এখনো তিনি সিঙ্গেল এবং এর পেছনে তার মায়ের কড়া শাসনের ভূমিকা রয়েছে। তবে তিনি মজা করে বলেন, হয়তো কয়েক বছর পর মা নিজেই তাকে প্রেম করার পরামর্শ দেবেন।
‘প্রিন্স’ ছবির মাধ্যমে শাকিব খান ও ইধিকার এই নতুন জুটি দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, তা জানার জন্য এখন অপেক্ষা করতে হবে।