জয়দীপ আহলাওয়াত বলিউডের ‘হিরো’ ও ‘ভিলেন’ ভাবনাকে সরাসরি প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, এই ধরনের ট্যাগ ভালোভাবে নির্মিত চরিত্রের গভীরতা নষ্ট করে দেয়। দ্য ফ্যামিলি ম্যান ৩-এ নিজের চরিত্র এবং সাম্প্রতিক অ্যান্টি-হিরো প্রবণতা নিয়ে কথা বলতে গিয়েই তিনি এই মত প্রকাশ করেন।
অ্যানিমাল (২০২৩) ও সদ্য মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর-এর মতো ছবির মাধ্যমে বলিউডে অ্যান্টি-হিরো কেন্দ্রিক গল্পের সংখ্যা বাড়ছে। রোমান্টিক নায়কের ছক ভেঙে হিন্দি সিনেমা এখন ক্রমেই গাঢ়, সহিংস ও অন্ধকার চরিত্রকে গল্পের চালিকাশক্তি হিসেবে তুলে ধরছে।
এ বিষয়ে জয়দীপ আহলাওয়াত বলেন,
“আমাদের সিনেমার অভিধান থেকে একটি শব্দ বাদ দেওয়া দরকার, আর সেটা হলো ‘ভিলেন’। শুধু ভারতেই ‘হিরো’ আর ‘ভিলেন’ শব্দ নিয়ে এত বাড়াবাড়ি। বিশ্বের আর কোথাও এভাবে এসব শব্দ ব্যবহার করা হয় না। এই লেবেলগুলো এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো ব্যবহার করলেই অসাধারণভাবে লেখা কোনো চরিত্রকেও ছোট করে দেখা হয়।”