মেহেরপুরে রকতারকা জেমস-এর একক কনসার্টটি জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে। স্থানীয় ‘সূর্য ক্লাব’-এর উদ্বোধন উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল।
সূর্য ক্লাব কর্তৃপক্ষ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছে যে, গত ২৫ সেপ্টেম্বর থেকেই কনসার্ট সংক্রান্ত সব ধরনের কার্যক্রম, এমনকি টিকেট বিক্রিও বন্ধ রাখা হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মাত্র তিন দিন টিকেট বিক্রি করতে পেরেছিলেন এবং সীমিত সংখ্যক টিকেট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা আছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এবং এ বিষয়ে সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।
একই সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক করেছে। তারা জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম বন্ধ থাকায়, কোনো প্রতারক চক্র যদি কনসার্টের নামে টিকেট বিক্রি করে, তবে সেই দায় সূর্য ক্লাব নেবে না। তাই তারা সবার প্রতি অন্য কারো কাছ থেকে টিকেট না কেনার আহ্বান জানিয়েছে।