'কার কাছ থেকে পেলেন সাদা গোলাপ?' হিমি-র পোস্ট ঘিরে জল্পনা! রহস্য ফাঁস করে যা বললেন অভিনেত্রী...
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল হিমি-র একটি সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক জল্পনা! হাসিমুখে সাদা ফুলের তোড়া হাতে তাঁর সেই মিষ্টি ছবি দেখে নেটিজেনরা মন্তব্য ঘরে জানতে চাইছেন "কে সেই স্পেশাল মানুষ, যিনি এমন সুন্দর উপহার পাঠালেন?" ফ্যান থেকে শুরু করে সহকর্মীরাও কৌতূহলী।
প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করা হলে হিমি অবশ্য এই 'প্রেমের উপহার'-এর রহস্য ফাঁস করে দিয়েছেন! হাসতে হাসতে তিনি জানান, "সবাই যা ভাবছে, তা নয়!" ছবিটি তাঁর জন্মদিনের সময়ের। একটি প্রতিষ্ঠান থেকে তিনি এই উপহার পেয়েছিলেন। ফুলের প্রতি, বিশেষ করে সাদা গোলাপের প্রতি তাঁর দুর্বলতা থাকায় ছবিটি শেয়ার করেছেন। হিমির জন্মদিনে পরিবার ও বন্ধুদের কাছ থেকে পান্ডা পুতুল, চকলেটসহ অনেক উপহার জমা হয়েছিল।
"সব সময় তো শুটিংয়ে সহকর্মীদের নিয়ে কেক কাটা হয়। এবার সময়টা বন্ধুবান্ধব আর পরিবার নিয়ে কাটিয়েছি। এই দিনে এবার অনেক সুখস্মৃতি জমা হয়েছে," জানান হিমি।
ব্যক্তিগত জীবনের এই মিষ্টি স্মৃতির পাশাপাশি হিমি এখন পেশাগত জীবনেও দারুণ সফল। মহিন খানের পরিচালনায় তাঁর দুটি নাটক এখন ভিউয়ের রেকর্ড ভাঙছে। 'বউয়ের সাথে ভূত' নাটকটি মাত্র ৯ দিনে ১ কোটিরও বেশি ভিউ পেরিয়েছে! অন্যদিকে 'মায়ের শাসন' নাটকটিও দুই সপ্তাহে ৮৬ লাখ ভিউ ছাড়িয়েছে।
এত সাফল্যের পরেও হিমি জানিয়েছেন, তিনি এখন বিরতি নিয়ে কাজ করছেন। কানাডা থেকে ফিরে এসে তিনি নিজেকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন। তবে চিন্তার কারণ নেই, তাঁর নিয়মিত জুটি নিলয় আলমগীর ও মোশাররফ করিম ছুটি থেকে ফিরলেই তাঁর ব্যস্ততা আবার বাড়বে।