অভিনেত্রী জয়া আহসান বর্তমানে দুই বাংলাতেই দাপটের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশ ও ভারতের অসংখ্য ছবিতে সফল অভিনয় করে তিনি দুই দেশেই নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই শহরকে তার 'সেকেন্ড হোম' বলে অভিহিত করেছেন এবং পূজার সময় এখানে থাকার ভালোবাসার কথা জানিয়েছেন।
কলকাতা এখন জয়ার ‘সেকেন্ড হোম’
কলকাতায় অনুষ্ঠিত গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে জয়া আহসান বলেন, তিনি এখানে আসতে পেরে খুব খুশি। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি তার পূজার পরিকল্পনার কথা জানান। জয়া বলেন, "পূজার সময় কলকাতা আমি খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার সেকেন্ড হোম। তাই পূজার সময় আমি এখানেই কাটাতে বেশি ভালোবাসি। এবারেও এখানে থাকব আমি।"
ছবির প্রচারে ইনফ্লুয়েন্সারদের ভূমিকা
জয়া আহসান মনে করেন, বর্তমানে সিনেমার প্রচারে ইনফ্লুয়েন্সারদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইনফ্লুয়েন্সাররা যে ভিডিও তৈরি করেন, তা শেষ পর্যন্ত ছবির জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে।
অভিনয়ের পাশাপাশি জয়া আহসান আগামী বছর কৌশিক গাঙ্গুলীর 'অর্ধাঙ্গিনী ২' সিনেমার কাজ শুরু করবেন।