ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ফেরেশতে’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জয়া আহসান অভিনীত এই চলচ্চিত্রটি নিয়ে দীর্ঘ তিন বছর ধরে আলোচনা চলছিল। গতকাল বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে সিনেমাটির মুক্তির খবর জানিয়েছেন জয়া নিজেই।
‘ফেরেশতে’ ছবিটি সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের জীবন নিয়ে তৈরি হয়েছে। সিনেমাটি ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়াও, এটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও দেখানো হয়েছে।
জয়া আহসান ও সিনেমাটির চ্যালেঞ্জ
ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে জয়া আহসান বলেন, “আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতর যে সংগ্রামী ও সাহসী চরিত্র আছে, আমি তেমনই একজনের ভূমিকায় অভিনয় করেছি।” তিনি জানান, সিনেমার শুটিং রিয়েল লোকেশনে করা হয়েছে, যা বেশ চ্যালেঞ্জিং ছিল। জয়া বলেন, “পরিচালকসহ পুরো টিম তাদের নিজেদের ভাষায় কথা বলত। তবে চলচ্চিত্রের তো কোনো ভাষা নেই, তাই আমরা অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলাম।”
২০২২ সালে এক সংবাদ সম্মেলনে পরিচালক মুর্তজা বলেছিলেন, জয়া সম্পর্কে অনেক কিছু শুনেই তিনি তাকে এই ছবিতে অভিনয়ের জন্য বেছে নেন। এই সিনেমার সহপ্রযোজকও জয়া আহসান।
ছবি মুক্তি দিতে কেন তিন বছর লাগল?
সিনেমাটির প্রযোজক সুমন ফারুক জানান, ২০২২ সালে শুটিং শেষ হলেও বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। তিনি বলেন, “আমরা কয়েকটি ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলাম, কিন্তু যারা অ্যাকশন ছবি নিয়ে কাজ করে, তারা আমাদের নিরুৎসাহিত করেছেন।” তিনি আরও বলেন, তারা এমন একটি পরিবেশে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন, যেখানে মানুষের মধ্যে কোনো অস্থিরতা থাকবে না।
সুমন ফারুক, যিনি ছবিতে অভিনয়ও করেছেন, বলেন, “আশা করছি, ছবিটি দর্শকদের প্রশান্তি দেবে। 'ফেরেশতে' আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে, যা মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে।”
ছবিতে জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। বর্তমানে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে সিনেমাটি দেখা যাচ্ছে।