জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিতই নিজের কাজ এবং দিনযাপনের গল্প ভক্তদের সঙ্গে ভাগ করে নেন, যার মাধ্যমে তিনি বেশ সক্রিয় থাকেন। বুধবার রাত ৯টা ১৪ মিনিটে তিনি নতুন ৬টি ছবি শেয়ার করেন। ছবিগুলো পোস্ট করার মাত্র ৩০ মিনিটের মধ্যে ১ হাজারের বেশি মন্তব্য এবং প্রায় ৮ হাজার রিঅ্যাক্ট জমা হয়, যা তাঁর জনপ্রিয়তার প্রমাণ দেয়।

এই নতুন ছবিগুলোর সঙ্গে জয়া আহসান ফোক শিল্পী নার্গিসের জনপ্রিয় গান ‘পিরিতি পেট্রল জ্বালাইয়া’ জুড়ে দিয়েছেন, যা নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ দেখা গেছে এবং অনেকেই গানটি নিয়ে মন্তব্য করেছেন।

চলতি বছরটা এই অভিনেত্রীর জন্য অত্যন্ত সফল ছিল। ঢাকায় তাঁর অভিনীত ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’ ছবিগুলো যেমন আলোচনা তৈরি করেছে, তেমনই কলকাতায় তাঁর অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমাটিও সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।