মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতির মেলবন্ধনে ঢাকায় আয়োজিত হচ্ছে ভিন্নধর্মী কনসার্ট ‘ইকোস অব দ্য ডেলটা’। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এই আয়োজন করেছে ‘বায়োফিলিয়া’।
এই অনুষ্ঠানে গান গাইবে দেশের জনপ্রিয় ব্যান্ড জলের গান। জলবায়ু সুরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করা ‘বায়োফিলিয়া’ প্রকৃতি ও মাটির গান দিয়ে দেশ-বিদেশে আলোড়ন তোলা জলের গানকে তাদের আয়োজনে যুক্ত করেছে। গান পরিবেশনার পাশাপাশি কনসার্টে থাকছে মনোমুগ্ধকর নৃত্যনাট্য।
জলের গানের সদস্য রানা সরোয়ার জানান, এই কনসার্টটি অন্য আর দশটি আয়োজনের মতো নয়। সুর ও সঙ্গীতের মাধ্যমে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটি সংযোগ স্থাপন করাই তাদের মূল উদ্দেশ্য। তারা আশা করছেন, এই আয়োজন দর্শক-শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলবে।
ছোট একটি বিরতির পর জলের গান এখন নিয়মিত স্টেজ শো করছে। সম্প্রতি ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শীর্ষক একক পরিবেশনার জন্য দলটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এর আগে ‘অন্তরঙ্গ জলের গান’ শিরোনামের একক কনসার্টটিও বেশ সাড়া ফেলেছিল।