বলিউডের সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন। সেখানে তার ছেলে আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর টিজার মুক্তি পেয়েছে। এ সময় কাঁধের চোট নিয়ে কথা বলার পাশাপাশি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার আনন্দও প্রকাশ করেছেন।

আরিয়ান খান এই সিরিজের মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক করছেন। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে এটি মুক্তি পাবে। টিজার মুক্তির অনুষ্ঠানে আরিয়ানের বাবা শাহরুখ খান এবং প্রযোজক মা গৌরি খানও উপস্থিত ছিলেন।

ছেলের কাজ নিয়ে শাহরুখ বলেন, “আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে, সেটা গর্বের ব্যাপার। আমি বিশ্বাস করি, দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন, তেমনি উপভোগ করবেন এর স্টাইলও।”

সম্প্রতি ‘কিং’ ছবির শুটিংয়ের সময় শাহরুখ তার কাঁধের মাংসপেশিতে আঘাত পান, যার জন্য তাকে দ্রুত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই চোটের কারণে ছবির শুটিং এক মাসের জন্য বন্ধ আছে।

এই চোটের মধ্যেই শাহরুখ তার ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 'জওয়ান' ছবিতে অভিনয়ের জন্য তিনি বিক্রান্ত ম্যাসির সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন।

টিজার প্রকাশের অনুষ্ঠানে শাহরুখ রসিকতা করে বলেন, “জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট। এক হাতে অনেক কিছু করা যায় খাওয়া, দাঁত মাজা কিংবা চুলকানো। তবে আপনাদের দেওয়া ভালোবাসা জমা করতে দুই হাতও যথেষ্ট নয়।”

শাহরুখ জানান, চোট থেকে সম্পূর্ণ সেরে উঠতে তার আরও প্রায় দুই মাস সময় লাগবে।