‘নতুন গান প্রকাশ করলেও শ্রোতারা তেমন আগ্রহ নিয়ে খোঁজেন না’ বলেছেন গুণী কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। গতকাল (শনিবার) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন গান 'মেঘলা দিনে' নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন তিনি।
কুমার বিশ্বজিৎ জানান, গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ‘মেঘলা দিনে’ গানটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন নিধান আহমেদ, সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। তিনি বলেন, “আমার ইউটিউব চ্যানেলটি নতুন, তাই খুব বেশি সাড়া আশা করছি না। তবে চমৎকার কথা আর ভালো সংগীতায়োজন হয়েছে। সেই সঙ্গে দারুণ একটি গানচিত্র নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী, যেটা দৃষ্টিনন্দন।” তিনি বিশ্বাস করেন, শ্রোতারা গানটি শুনে এবং দেখে উভয়ের মাধ্যমেই তৃপ্তি পাবেন।
নিজের ইউটিউব চ্যানেল খোলা প্রসঙ্গে তিনি বলেন, “আমি সবসময় সৃষ্টির পেছনে ছিলাম, কখনো বাণিজ্যিক চিন্তা করিনি।” কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জয় শাহরিয়ারের অনুরোধে তিনি চ্যানেল খুলতে রাজি হন। জয় তাকে বলেছিলেন, “আপনার সৃষ্টিগুলো অন্তত নিজের প্ল্যাটফর্মে থাকলে গচ্ছিত থাকবে।” তবে এখন তিনি কিছুটা যন্ত্রণার শিকার হচ্ছেন, কারণ তার নিজের গান হওয়া সত্ত্বেও কপিরাইট ক্লেইম আসছে। যদিও সেগুলো সরিয়ে ফেলছেন, তবু এটি সময়সাপেক্ষ ব্যাপার।
সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগত ট্রমার কারণে এখন তিনি নিয়মিত গান করতে পারছেন না। তবে কিছু ছেলেমেয়ের অনুরোধে তিনি দু-একটি গানে কণ্ঠ দিচ্ছেন। তিনি বলেন, “গানে নিয়মিত হওয়ার জন্য আমার আরও সময় লাগবে। কত দিন লাগবে সেটা সৃষ্টিকর্তা ভালো বলতে পারবেন।”
পুত্র নিবিড়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, “আগের চেয়ে ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে।” তিনি সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন। কিছুদিন আগে কানাডায় নিবিড়কে দেখতে গিয়েছিলেন কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন, যা তাকে আনন্দিত করেছে।
আজ রবিবার তিনি কানাডা থেকে অস্ট্রেলিয়ায় কনসার্টের জন্য রওনা হবেন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে কয়েকটি কনসার্ট করবেন এবং এরপর ৮ সেপ্টেম্বর কানাডা ফিরে আসবেন। তিনি জানান, তার দলের মিউজিশিয়ানরা ঢাকা থেকে সরাসরি অস্ট্রেলিয়া আসবেন এবং সব প্রস্তুতি সম্পন্ন। কনসার্টে লাইভ সাউন্ড ব্যবহার করা হবে এবং এর জন্য একজন ইঞ্জিনিয়ারও ঢাকা থেকে যাবেন।
তিনি আরও জানান, নভেম্বরের দিকে ইউরোপ ট্যুরের ভিসার কাজের জন্য তিনি কিছুদিনের জন্য ঢাকায় ফিরবেন।