গত ১৪ আগস্ট একসঙ্গে মুক্তি পেয়েছিল দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের ছবি ‘কুলি’ এবং বলিউড হিরো হৃতিক রোশনের ছবি ‘ওয়ার টু’। মুক্তির প্রথম দিন থেকেই দুই সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহে টানটান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। ১৫ দিনের পারফরম্যান্সের পর দেখা যাচ্ছে, ভারতীয় বক্স অফিসে এগিয়ে আছেন রজনীকান্ত।
লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’ সিনেমার বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। রজনীকান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান এবং বিশেষ অতিথি হিসেবে দেখা গেছে আমির খানকে। স্যাকনিল্কের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, প্রথম দিন থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে চমক সৃষ্টি করেছে। ১৫ দিনে ভারতীয় বক্স অফিসে ‘কুলি’র মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৭১ কোটি রুপি।
অন্যদিকে, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমার বাজেট ছিল আরও বেশি, প্রায় ৪০০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি, টাইগার শ্রফ এবং আশুতোষ রানার। ছবিটি মুক্তির প্রথম দিনেই ৫২ কোটি রুপির ব্যবসা করেছে, তবে ১৫ দিনে আয় দাঁড়িয়েছে ২৩১ কোটি রুপি।
সব মিলিয়ে বলা যায়, দুই ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করছে। তবে অর্থনৈতিক হিসাবের খাতায় রজনীকান্তের ‘কুলি’ হৃতিক রোশনের ‘ওয়ার টু’-এর তুলনায় আপাতত এগিয়ে আছে।