মহেশ বাবু আর রাজামৌলির যৌথ প্রজেক্ট ‘এসএসএমবি ২৯’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে এই প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমার শুটিং আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

মূলত কেনিয়ার জাতীয় উদ্যানে বড় একটি অংশের শুটিং হওয়ার কথা থাকলেও, দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত। বিকল্প লোকেশন হিসেবে এখন ভাবা হচ্ছে তানজানিয়ার কথা।

এদিকে, এই বিরতির সুযোগে রাজামৌলি ব্যস্ত হয়ে পড়েছেন স্ক্রিপ্টের দ্বিতীয় অংশ নিয়ে। শোনা যাচ্ছে, এবার গল্পে আরও বেশি আবেগ, রোমাঞ্চ আর পৌরাণিক-আধ্যাত্মিক ধাঁচের মোড়ক যোগ হচ্ছে। সেই কাজে তাকে সাহায্য করতে টিমে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক দেবা কাট্টা।

তবে এর মধ্যেই ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য, গান ও অ্যাকশন সিকোয়েন্স শুটিং হয়ে গেছে। আর চমক হিসেবে থাকছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া ও দক্ষিণের জনপ্রিয় তারকা পৃথ্বীরাজ সুকুমারন—তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মহেশ বাবুকে।

রাজামৌলির স্টাইল অনুযায়ী বিশ্বমানের ভিএফএক্স ও একেবারে নতুন ধরনের গল্প বলার ধারা থাকছে সিনেমায়। ফলে অনেকেই মনে করছেন, এটি হতে যাচ্ছে মহেশ বাবুর জন্য এক বড় আন্তর্জাতিক ব্রেকথ্রু। পাশাপাশি, রাজামৌলির আরেকটি বিশ্বজয়ী প্রজেক্ট হিসেবেও ধরা হচ্ছে ‘এসএসএমবি ২৯’–কে।