জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী মোনালি ঠাকুরের দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে বলে খবর পাওয়া যাচ্ছে। স্বামী মাইক রিচটারের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন এখন বলিউডের অন্দরে জোরেশোরে শোনা যাচ্ছে।
মোনালি ঠাকুর ২০২০ সালে জানিয়েছিলেন যে, তিনি সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিচটারকে গোপনে বিয়ে করেছেন। তাদের পরিচয় হয়েছিল একটি ভ্রমণের সময় এবং সেখান থেকেই প্রেম ও পরিণয়।
কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিনের দূরত্বের কারণেই তাদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে। মোনালি ও মাইক এখন আলাদা থাকছেন এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই।
মোনালি ইতিমধ্যে তার ইনস্টাগ্রাম থেকে স্বামীকে আনফলো করে দিয়েছেন এবং মাইকের সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেছেন। গত বছর মোনালির মায়ের মৃত্যুর সময় থেকেই এই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছিল বলে জানা যায়। তবে এবার খুব শিগগিরই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।