সম্প্রতি হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভয়াবহ শারীরিক হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী মৌনী রায়। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, মঞ্চে যাওয়ার সময় ছবি তোলার অজুহাতে বেশ কিছু ব্যক্তি তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দেন। বিশেষ করে তাঁর দাদুর বয়সী কিছু মানুষের এমন আচরণে তিনি অত্যন্ত মর্মাহত এবং স্তম্ভিত হয়েছেন, কারণ বারবার বারণ করা সত্ত্বেও তাঁরা বিষয়টি মোটেও ভালোভাবে নেননি।
মঞ্চে ওঠার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং সেখানে থাকা কিছু ব্যক্তি তাঁকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। মৌনী জানান, ভদ্রভাবে প্রতিবাদ করায় তাঁরা থামার বদলে উল্টো তাঁর দিকে গোলাপ ফুল ছুড়ে মারেন। এমন অপমানজনক পরিস্থিতির মধ্যেও পেশাদারিত্ব বজায় রেখে তিনি নিজের কাজ শেষ করেন, যদিও মনে মনে তিনি সেই মুহূর্তেই অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন।
এই ঘটনার পর মৌনী রায় বিনোদন জগতের নবাগত মেয়েদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, তাঁর মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীকে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে নবাগতদের অবস্থা আরও আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের কাছে এর বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।