দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউডের মিষ্টি মুখ ম্রুণাল ঠাকুর এই দুই তারকার ঘনিষ্ঠতা নিয়ে ইতিমধ্যেই চর্চায় সরগরম বিনোদন দুনিয়া। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করে ম্রুণাল নিজেই যেন এই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন।
ভিডিওটিতে সরাসরি কিছু না বললেও, তার চোখেমুখে এক অজানা অনুভূতির ছাপ স্পষ্ট। ভিডিওতে ম্রুণাল বলেন, “এই মুহূর্তে আমি সম্পূর্ণভাবে কেরিয়ার নিয়ে ভাবছি। অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে, যেগুলো আমি এখনই প্রকাশ করতে চাই না। সময় হলে নিজেই বলব।
এই বক্তব্যের পর থেকেই নেটিজেনদের কৌতূহল আরও বেড়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, এই ‘ব্যক্তিগত বিষয়’ই আসলে ধানুশের সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক।
কিন্তু এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত কোথায়?
সূত্র বলছে, ম্রুণালের সাম্প্রতিক জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ধানুশ, যেখানে দু’জনকে একসঙ্গে দেখা যায়। এমনকি হাত ধরাধরির দৃশ্যও নজরে এসেছে, যা দেখে অনেকেই ধরে নিয়েছেন, দুজনের মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ গড়ে উঠেছে। এছাড়া, ম্রুণালের অভিনীত ‘সন অফ সরদার’-এর প্রিমিয়ারে মুম্বাইতেও উপস্থিত ছিলেন ধানুশ।
উল্লেখ্য, ২০২২ সালে ধানুশ তার স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এখন কি তবে নতুন প্রেমে ধানুশ?
সবকিছু মিলিয়ে এখন পুরো বিষয়টি জল্পনা-ভিত্তিক হলেও, ম্রুণালের কথায় নতুন করে আগুনে ঘি পড়েছে বলেই মনে করছে অনুরাগীরা।