দীর্ঘ ও বর্ণময় অভিনয়জীবনে বহু স্মরণীয় চরিত্রে দর্শকদের মন জয় করেছেন নাগার্জুন। তবে এবার তিনি ভেঙে দিচ্ছেন নিজস্ব সীমারেখা। আসন্ন ছবি ‘কুলি’ (২০২৫)-তে তিনি প্রথমবারের মতো এক পূর্ণাঙ্গ খলনায়ক হিসেবে পর্দায় আসছেন।

চেন্নাইয়ে আয়োজিত ট্রেলার ও অডিও লঞ্চ অনুষ্ঠানে অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি অভিনয় করছেন ‘সাইমন’, এক অন্ধকার, নির্মম এবং হিংস্র ভিলেন চরিত্রে। তাঁর কথায়, “এটা ‘বাশা’র মতো নয়… এটা তার চেয়েও শতগুণ ভয়ংকর ও তীব্র!”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিনীকান্ত, আমির খান, সাউবিন ও পরিচালক লোকেশ কানাগারাজ। রাজিনীকান্ত নাগার্জুনের সাহসী চরিত্র নির্বাচনের প্রশংসা করে বলেন, “এটা আজিথের ‘মানকাঠা’-র মতো আইকনিক ভিলেন চরিত্র হয়ে উঠতে পারে।”

‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ অগাস্ট, স্বাধীনতা দিবসের সপ্তাহে। প্যান-ইন্ডিয়া কাস্ট, হাই-ভল্টেজ অ্যাকশন ও তারকাসমৃদ্ধ উপস্থিতির কারণে ইতিমধ্যেই ছবিটি সম্ভাব্য ব্লকবাস্টার হিসেবে আলোচনায়।