নায়িকাদের জীবনের গল্প নিয়ে সিনেমায় রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান এবার বড় পর্দায় এক নতুন চরিত্রে হাজির হচ্ছেন। তিনি পরিচালক আলী জুলফিকার জাহেদীর নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন। এটি তার অভিনয় জীবনের একটি ব্যতিক্রমী চ্যালেঞ্জ হতে চলেছে।

চরিত্রটি নিয়ে রুনা খানের উচ্ছ্বাস

রুনা খান জানান, পরিচালক গত শীতেই তাকে গল্পটি শুনিয়েছিলেন, যা শুনেই তার ভালো লেগেছিল। তিনি বলেন, “পরবর্তীতে চিত্রনাট্য হাতে পেয়ে বুঝলাম, চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং হবে। আমি এমন ভূমিকায় কাজ করতে চাই যেখানে বাস্তবতার ছোঁয়া থাকে, আর এই চরিত্রটিও তেমনই।”

এই সিনেমার মূল বিষয়বস্তু হবে একজন চিত্রতারকার ব্যক্তিগত জীবন। রুনা খান বলেন, “নায়িকাদের সবাই কেবল পর্দায় দেখেন, কিন্তু তাদেরও আলাদা একটি ব্যক্তিগত জীবন আছে, যা সাধারণ দর্শকের কাছে অজানা। সেই ভেতরের গল্পই উঠে আসবে এই সিনেমায়।”

নতুন চ্যালেঞ্জের পথে

যদিও নায়িকার চরিত্রে এটি রুনা খানের প্রথম কাজ, তবে ২০০৭ সালে নোমান রবিনের একটি টেলিফিল্মে তিনি যাত্রাপালার প্রিন্সেস চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ ১৮ বছর পর আবারও তিনি এমন ভিন্নধর্মী চরিত্রে নিজেকে আবিষ্কার করতে যাচ্ছেন। রুনা খান বলেন, “চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। দর্শকের ভালো লাগাই হবে আমার বড় প্রাপ্তি।”

পরিচালক জানিয়েছেন, রুনা খান এই চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং বাকি শিল্পীদের বাছাইয়ের কাজ প্রায় শেষ। এই বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।